চুয়াডাঙ্গায় আ.লীগের নয় মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নয় মনোনয়ন প্রত্যাশী যৌথ সংবাদ সম্মেলন করেছেন। দর্শনা বাসস্ট্যান্ডে আজ রোববার (১০ সেপ্টম্বর) বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যৌথ সংবাদ সম্মেলন তাঁরা ঘোষণা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে যিনিই মনোনয়ন পাবেন বাকিরা তাঁরপক্ষে কাজ করবেন। আজ সবার পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ নয়জনের যৌথ স্বাক্ষর করা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
এদিকে, এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আয়োজক ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের অনুসারীদের প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি মিছিল–স্লোগান ও মোটরসাইকেল মহড়া চলে।
সংবাদ সম্মেলনে আসার সময় দলীয় নেতাকর্মীদের অনেকেই পথে পথে বাধার মুখে পড়েন। ফলে, বিকেল ৪টার নির্ধারিত সংবাদ সম্মেলন এক ঘণ্টা দেরিতে শুরু হয়।
সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগনেতা বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার কবির, দর্শনা সরকারি কলেজর ছাত্র সংসদের সাবেক ভিপি এয়ার কমোডর (অব.) আবু বক্কর ও সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম।