জেলে ভরে ক্ষমতা ধরে রাখা যাবে না : আজিজুল বারী হেলাল
সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে বন্দি রেখে সরকার ক্ষমতা টিকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতার মুক্তির দাবিতে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজিজুল বারী হেলাল বলেন, ‘দেশের জনগণ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অবৈধ সরকারকে বিদায় করেই জনগন ঘরে ফিরবে। গায়েবি মামলা দিয়ে-গায়েবি ভোটার তৈরি করে অথবা অন্যকোনো অপকৌশলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না।’
পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আজিজুল বারী হেলাল বলেন, ‘নিশিরাতের অবৈধ সরকারের পক্ষ নিয়ে জনগণের বিপক্ষে অবস্থান করলে পরিণাম শুভ হবে না। সব কিছুই বিএনপি মনে রাখবে।’
এ সময় কয়রা-পাইকগাছা থেকে খুলনায় সমাবেশে আসার সময় নেতাকর্মীদের বাধা দেওয়ার নিন্দা জানিয়ে ভবিষতের জন্য আরও বেশি সতর্ক হওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, অন্যথায় যেকোন পরিস্থির জন্য পুলিশ সদস্যরাই দায়ী থাকবেন। বিএনপির চলমান আন্দোলন অবৈধ লুটেরা সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হয়ে যারা জনগণের বিপক্ষে অবস্থান নিবেন তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’
ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মন্তব্য করে প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে। দেশের মানুষ আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন। সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে চলমান একদফার আন্দোলন সফল করে দানব সরকারকে পরাজিত করতে হবে।
খুলনা কারাগারে বন্দিদের মুক্তি কার কাছে চাইব উল্লেখ করে মিল্টন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। তাই অপদকে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে। অবৈধ সরকারের কোনো লজ্জা নেই, লজ্জা যদি থাকত তবে নিজেরা হামলা করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিত না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই সরকারকে পরাজিত করতে হবে।’
মিল্টন আরও বলেন, শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপারমাত্র। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ-বিএনপির বাংলাদেশ। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা’ মন্তব্য করে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘সারা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। উচ্চ আদালতে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হলে গণভবনের আদেশে অথবা অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে জামিন বাতিল করা হচ্ছে। ছাত্রদল একটি মানবিক রাজনৈতিক ছাত্র সংগঠন। ছাত্রদল সব সময়ই দমন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি পুলিশ ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের পিটিয়েছে। যদিও ছাত্রলীগ সন্ত্রাসী তবুও পুলিশি নির্যাতনের বিপক্ষে ছাত্রদল অবস্থান নিয়েছে। আগামীতেও সব নিপীড়নের বিরুদ্ধে সজাগ থাকবে।’
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুলনার কারাবন্দি ১১ নেতাসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, এস এ রহমান প্রমুখ।