সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন জিনাত বরকতউল্লাহ : জিএম কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/gm-kader.jpg)
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘স্বাধীনতার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। একইসঙ্গে নৃত্য শিল্পের বিকাশে অনন্য অবদান রেখেছেন জিনাত বরকতউল্লাহ। একজন অভিনয় শিল্পী হিসেবেও খ্যাতির শীর্ষে ছিলেন তিনি। জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।’
নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আরও শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।