চিত্রনায়িকা শিমু হত্যায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে এদিন তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।
সাক্ষীরা হলেন–ব্যবসায়ী জয়নাল আবেদীন, অটোচালক মনির হোসেন এবং দুই কৃষক শহিদ মিয়া ও মনির হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনোয়ার সরদার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরাণীগঞ্জ থেকে নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ওই দিন রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ দুই আসামিকে আদালতে হাজির করলে মামলার তদন্তের স্বার্থে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার পর থেকে আসামিরা কারাগারে আছেন।