মাদক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন
দিনাজপুরে দুই ভাইসহ তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মো. জাকিরুল ইসলাম (৪০) ও তাঁর ভাই আমিরুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের ওবায়দুল হক (৪৫)।
দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক মামলায় তিনজনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মার্চ রংপুর র্যাব-৫ একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে ওবায়দুল হকের বাড়ি থেকে ১৫০ বোতল, জাকিরুলের বাড়ি থেকে ৮১ বোতল ও আমিরুলের বাড়ি থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে র্যাবের এসআই খন্দকার হেলাল উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নবাবগঞ্জ থানায় সোপর্দ করেন।
মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক লিয়াকত আলী জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।