নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা
নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে জাতীয় পার্টি (জাপা) বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এর আগে ওই হোটেল যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে জাপার নেতারা। বৈঠকে জি এম কাদের ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।
বৈঠক শেষে জি এম কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে সরকার থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি। আমরা নির্বাচনে যাবো না পর্যবেক্ষক দলকে এমন কিছু বলিনি। সামনে পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব।’