ময়মনসিংহ-ঢাকা রুটে এক ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/09/mymen_train-truck_accident_dies_0.jpg)
ময়মনসিংহের কেওয়াটখালি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি : এনটিভি
ময়মনসিংহের কেওয়াটখালি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অজ্ঞাত পরিচয় এক ট্রেনযাত্রী নিহত এবং একজন আহত হন। আজ সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর এক ঘণ্টা পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মেহেদী হাসান, জেলা যানবাহন পরিদর্শক মাহাবুবুর রহমান দুর্ঘটনা ও হতাহতের এ খবর নিশ্চিত করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান সহকারী পরিচালক মাসুদ সরদার।