পরকীয়ার জেরে খুন, এক মাস পর মরদেহ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় নিখোঁজের এক মাস পর লাল্টু মিয়া (৩৫) নামের এক ইটভাঙা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা হাড়াভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের পরিত্যক্ত একটি কুয়া থেকে মরদেহটি উদ্ধার উদ্ধার করা হয়।
লাল্টু মিয়া গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ছাইনুদ্দিনের ছেলে। সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তাঁকে হত্যা করা হয়।
পরকীয়া প্রেমিকা সাবিনা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ হন লাল্টু মিয়া। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বর গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই থেকে লাল্টুর খোঁজে নামে পুলিশ।
গাংনী থানার ওসি বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে হাড়াভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী সাবিনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল থেকেই পুলিশের একটি টিম সাবিনার বাড়ির উঠানের একটি পরিত্যক্ত কুয়া থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। পরে বামুন্দি ফায়ার সার্ভিসের সহায়তায় লাল্টুর অর্ধগলিত মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। এ বিষয়ে লাল্টুর পরিবার হত্যা মামলা করবে বলেও জানান তিনি।