বরিশালে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার
বরিশাল নগরীর কাশিপুরে হাতেম আলীর দীঘি থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মরদেহরে এই খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ চন্দ্র।
পরিদর্শক (তদন্ত) সনজিৎ চন্দ্র বলেন, কাশিপুর এলাকার হাতেম আলীর দীঘিতে খণ্ডিত মরদেহের অংশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করেছি। তবে ওই কাটা টুকরোগুলো দেখে বোঝার উপায় নেই কার শরীরের অংশ এগুলো।
কাশিপুরের বাসিন্দা আকবর বলেন, দুপুরে বাসায় যাওয়ার পথে দীঘিতে মানুষের পায়ের অংশ ভেসে থাকতে দেখি। এরপর থানায় খবর দিলে পুলিশ আসার পর লোকজন জড়ো হয়। খোঁজাখুঁজি করে মানুষের শরীরের চারটি টুকরো পাওয়া যায়। তবে এই টুকরোগুলো কার তা এখনও শনাক্ত করা যায়নি। মানুষের শরীরের কাটা অংশ পাওয়ার খবরে ওই এলাকায় আতংক বিরাজ করছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাকির সিকদার বলেন, একটি দীঘি থেকে মরদেহের খণ্ডিত উদ্ধার করা হয়েছে। টুকরোগুলো দিয়ে মৃত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।