ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি আর নেই
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিরপুর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বারডেম হাসপাতালে সাইফুদ্দিন মনিকে দেখতে যান। সেখানে গিয়ে শুনতে পান কয়েক মিনিট আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন সাইফুদ্দিন মনি। এ সময় মির্জা ফখরুল মরহুমের বড় ভাই অধ্যাপক মঈনউদ্দীন আহমদকে শোক ও সমবেদনা জানান।
মির্জা ফখরুলেরে সঙ্গে হাসপাতালে ছিলেন—দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্নয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মওলা, এনডিপির চেয়ারম্যান ক্বারি আবু তাহের ও এস এ শাহাদাত প্রমুখ।