শেখ হাসিনা পরিবারের নিকটাত্মীয়ের মিথ্যা পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে প্রতারণা করতেন আবু হানিফ তুষার হানিফ মিয়া। অবশেষে, বিদেশি আগ্নেয়াস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে তথ্য নিশ্চিত করেছেন।
খুদে বার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে প্রতারণার করেছেন আবু হানিফ। তিনি অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের হোতা।
আগামীকাল বুধবার বেলা ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ইমরান খান।