র্যাবে আয়নাঘর থাকার কথা স্বীকার করে ক্ষমা চাইলেন ডিজি
সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) গুম-খুন-নির্যাতনের ঘর হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ ছিল বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি বলেন, র্যাবে আয়নাঘর ছিল। এটা ওভাবেই রাখা হয়েছে। কারণ, এটা নিয়ে কাজ করছে গুম-খুন কমিশন। এ ছাড়া র্যাবের হাতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় ও অভিযান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ডিজি এসব কথা বলেন।
এ কে এম শহিদুর রহমান জানান, গুম-খুন-অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র্যাবের বিরুদ্ধে। সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র্যাব এসব থেকে দায় মুক্ত হতে চায়। এভাবে ছাড়া দায়মুক্তি সম্ভব নয়। র্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার আমলের জঙ্গি ঘটনাকে নাটক বলা হচ্ছে—এমন প্রশ্নে ডিজি বলেন, ‘জঙ্গি ছিল। তাদের বিরুদ্ধে র্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।
র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করার অভিযোগের তদন্ত হচ্ছে জানিয়ে র্যাব ডিজি বলেন, ‘তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে। অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে।’
কে এম শহিদুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।