গাজীপুরের কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি আটক
নব্য জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ এর কাফেলা’ গ্রুপের সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। গতকাল বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) তাকে কোনাবাড়ির কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
কোনাবাড়ি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তার (৩২)। তার বাড়ি পাবনার আতাইকুলার কইজুরি শ্রীপুরে।
জিএমপির কোনাবাড়ি জোনের সহকারি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইমাম মাহমুদ এর কাফেলা গ্রুপের সদস্য মো. মাহতাব ইসলাম ওরফে আব্দুস সাত্তারকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশ তাকে আটক করে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে ইমাম মাহমুদ এর কাফেলা গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাহতাব ইসলামের স্ত্রী মোসা. শাপলা বেগম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এবং শ্যালক মো. আল মামুন ওরফে বেলাল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি। পলাতক মাহতাব তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাহবুব আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।