ছেলে হত্যায় মায়ের মামলা, বাবার মৃত্যুদণ্ড
জয়পুরহাটে আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জেলা অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বাবা নজরুল ইসলাম লিটন জয়পুরহাটের সদর উপজেলার রাজ নগর আদর্শ গ্রামের বাসিন্দা। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালের দিকে ছেলে রানাকে পারিবারিক কাজ করতে বলেন লিটন। তবে, এতে অপরাগতা জানায় ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে রানাকে বেধড়ক মারধর করেন তিনি। এতে ছেলে গুরুত্বর আহত হয়।
পরে রানাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে, এতে কোনো লাভ হয়নি। পরে রানার অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রানাকে জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। তবে, পথিমধ্যেই সে মারা যায়। এ ঘটনায় রানার মা বুলি আরা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।