আরামবাগে মাইক লাগাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
মহাসমাবেশ করার উদ্দেশ্যে রাজধানীর আরামবাগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মাইক লাগাচ্ছেন। আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে সমাবেশ করার জন্য এই এলাকায় মাইক লাগানোর কার্যক্রম চালাতে দেখা গেছে। ইতোমধ্যে আরামবাগ এলাকায় উপস্থিত হয়েছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।
জামায়াতনেতা ইমন গণমাধ্যমকে বলেছেন, এই মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবে। যার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে ঢাকাসহ সারা দেশে। ঢাকা মহানগর থেকেই দুই লাখ নেতাকর্মী সমাবেশস্থলে আনার টার্গেট করা হয়েছে। এ ছাড়া শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অপরদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে মতিঝিল শাপলা চত্বরে আরামবাগ ও দৈনিক বাংলা মোড়ে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ ফোর্স ও জলকামান নিয়ে দৈনিক বাংলা মোড়, পুরনো পল্টন, মতিঝিলের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ।
মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স। সতর্ক অবস্থায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি মো. রাশেদ সাংবাদিকদের বলেন,‘মতিঝিল ও আশপাশে কোনো ব্যক্তি থাকবে না। একটি পাখিও থাকতে পারবে না।’