রাজশাহীতে ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু
রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ
নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে নগরীর বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. মো. নওশাদ আলী ও রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গোলাম কাজেম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি চর্ম ও যৌনরোগ বিষয়ে এফসিপিএস সম্পন্ন করেন। তিনি সরকারি চাকরি না করে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। রোববার নগরীর লক্ষ্মীপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষ করে বাড়ি ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাস্তা থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাতেই তার মৃত্যু হয়।