নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
নেত্রকোনার বারহাট্টায় ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেমনের প্লাটফর্মের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অপর এক ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষমাণ আব্দুল হামিদ নামের একব্যক্তি জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তিনি জেনেছেন ট্রেন আসার আগে থেকেই লোকটি নাকি প্লাটফর্মের আনুমানিক ৫০ ফুট পূর্ব দিকে রেললাইনের পাশে দাঁড়ানো ছিলেন। পরে তিনি চলন্ত ট্রেনের দুই বগির মাঝখানে লাফিয়ে পড়েন। এরপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফজুলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। পরিচয় জানার জন্য তাঁর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে।’