কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিরপুরের সাহেবনগর এলাকায় কার্ভাডভ্যান চাপায় দুজন এবং কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক নারীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরের সাহেবনগর এলাকায় মঙ্গলবার বিকেলে কার্ভাডভ্যান চাপায় এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪০) ও পথচারী একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার(৭০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানসহ ভ্যানচালক ও একজন পথচারীকে ধাক্কা দিয়ে তাদেরসহ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। প্রায় দুইঘণ্টা পর কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলে কাভার্ড ভ্যানের নিচে চাপা পরা ভ্যানচালক বিটু ও পথচারী গোরা সর্দারের মরদেহ উদ্ধার করা হয়। এসময় দুই ঘণ্টারও বেশি সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে মঙ্গলবার রাত ৭টার দিকে কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া বাজারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।