প্রধানমন্ত্রী একজন ‘জান্নাতি’ মানুষ, দাবি মুফতি কাফীলুদ্দীনের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘জান্নাতি’ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য ও আমিনবাগ জামে মসজিদের খতিব মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী। নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে আজ সোমবার (৩০ অক্টোবর) তিনি এ কথা বলেন।
মুফতি কাফীলুদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ। নবী-রাসূল, গাউস-কুতুব, অলি-আউলিয়াদের পথ তিনি এ বাংলার জমিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠতম একজন স্মরণীয় শাসক হিসেবে বিশ্বের মানচিত্রে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য আশীর্বাদ।’
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী এ পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত একইসঙ্গে ৫৬৪ মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে এ রকম কোনো নজির বা উদাহরণ নেই।’
শেখ হাসিনাকে অভয় দিয়ে আমিনবাগ জামে মসজিদের খতিব বলেন, ‘আপনার ভয় নেই। আপনি এগিয়ে যান। লাখ লাখ ইমাম, মুয়াজ্জিন ও খতিব আপনার পাশে আছেন। আপনি জানেন ইমামরা কিন্তু আপনার সৈনিক।’
মুফতি কাফীলুদ্দীন বলেন, ‘এদের (ইমামদের) যেমন দোয়ার হাত আছে, তেমনি সামাজিক পরিবর্তন এবং মানুষের মন মানসিকতা পরিবর্তনের ভাষাও আছে। কারণ মুসল্লিদের উপদেশ দিলে সঙ্গে সঙ্গে তারা তা গ্রহণ করেন।’