শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। এ লড়াই এগিয়ে নিতে ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।’
সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদ আয়োজিত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়া, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের সভাপতি আসাদুজ্জামান অভি।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাত্তরের স্বাধীনতা সংগ্রামসহ বাঙালির প্রতিটি গণতান্ত্রিক লড়াই এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সূতিকাগার উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এদেশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক পরিমণ্ডলের যাত্রা শুরু হয়েছিল। স্বাধীনতা সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি।’
মোস্তাফা জব্বার বলেন, ‘সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলন প্রতি মুহূর্তের যুদ্ধ। সাংস্কৃতিক আন্দোলনের ভিত শক্তিশালী করতে না পারলে মুক্তি যুদ্ধের চেতনা শাণিত হবে না।’
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় গত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে টেলি যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
উপাচার্য ড. আখতারুজ্জামান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সূর্যসেন হল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ফলপ্রসূ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।