সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল কাল
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকেটিংয়ের সময় যুবদলনেতা দিলু আহমদ জিলুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দিলু আহমদ জিলু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। কিন্তু বিএনপির দাবি, পুলিশ তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল। নিহত দিলু আহমদ জিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, আজ দুপুরে পিকেটিংয়ের সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে যুবদলনেতার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সিলেটের লালাবাজারের মদন গৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর দাবি, পুলিশ ধাওয়া করে জিলুর মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে আটক করে জিলুকে মারধর করে। থানায় নেওয়া হয়। পরে কে বা কারা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
যুবদলনেতা জিলুর মৃত্যুর প্রতিবাদে আজ সন্ধ্যায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। নগরীর তাঁতিপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার অগ্রগামী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
বক্তারা জিলু হত্যার নিন্দা জানিয়ে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।