বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা

মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ শনিবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : বাসস
বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ এবং ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান বর্তমানে ঢাকা অবস্থান করছেন।