বিএনপিনেতা প্রিন্স তিন দিনের রিমান্ডে

আদালতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : এনটিভি
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর আসামি বিএনপিনেতা প্রিন্সকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এ বিষয়ে বিএনপি নেতা প্রিন্সের আইনজীবী শাকিল আহম্মেদ রিপন এনটিভি অনলাইনকে বলেন, আজ সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ বরে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল রাত সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।