বিস্ফোরক মামলায় প্রিন্সকে ফের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ
কারাবন্দি বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে এনে ময়মনসিংহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে উপস্থাপন করে পুলিশ।
প্রিন্সের পক্ষে তার আইনজীবীরা সেই আদালতে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম একেএম রওশন জাহান জামিন আবেদন শুনানি শেষে প্রিন্সের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যায়।
প্রিন্সের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. নুরুল হক, রেজাউল করিম, এমএ হান্নান খান প্রমুখ। আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে প্রিন্সকে সকাল ১১টার দিকে আদালতে আনা হয়।