বেনাপোল দিয়ে এলো ভারতীয় ডিমের প্রথম চালান
বেনাপোল বন্দর দিয়ে এবার ভারত থেকে ৬১ হাজার ৯৫০টি মুরগির ডিম আমদানি করা হয়েছে। আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় দুটি ট্রাকে করে আমদানি করা মুরগির ডিম বন্দরের ৩১ নম্বর শেডে রাখা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ডিম বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে সন্ধ্যায়। ডিম পরীক্ষা-নিরীক্ষা শেষে যত দ্রুত সম্ভব খালাস দেওয়া হবে।
অথেলো চৌধুরী জানান, আমদানি করা ডিমের চালানের ইনভয়েস মূল্য দুই হাজার ৯৫৬.৪০ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের মূল্য দশমিক ০.৫৪ ইউএস ডলার।
সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় ৪ টাকা ৯৫ পয়সা। এ ছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর ৩৩ শতাংশ শুল্ক পরিশোধ বাবদ এক টাকা ৬৬ পয়সা যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে ৬ টাকা ৬১ পয়সা।
ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান মোট এক কোটি ডিম আমদানির অনুমোতি পায়। এরমধ্যে আজ আমদানি হয়েছে ৬১ হাজার ৯৫০টি ডিম।
পর্যায়ক্রমে এই বন্দর দিয়ে এক কোটি ডিম আসবে। এসব ডিম রপ্তানি করছে ভারতের ত্রিপুরা রাজ্যের আমতলার কানুপ এন্টারপ্রাইজ।
বেনাপোল প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, ‘সংশ্লিষ্ট আমদানিকারকের প্রতিনিধি আমার কাছে কাগজপত্র নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে ৬১ হাজারের অধিক ডিম বন্দরে প্রবেশ করেছে। ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের চালান খালাস দেওয়া হচ্ছে।’
বেনাপোল কাস্টম হাউসের শুল্কায়ন গ্রুপ ১-এর রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, ডিম আমদানির ওপর ৩৩ শতাংশ কাস্টমসের শুল্ক কর পরিশোধ করেই ডিমের চালান খালাস নিতে হবে।