ভুয়া প্রোফাইলের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কতা
ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক ফলোয়ারদের ভুয়া প্রোফাইল থেকে সচেতন থাকতে সতর্ক করেছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দূতাবাসের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তারা এ সতর্কতা বার্তা দিয়েছে।
ওই বার্তায় বলা হয়েছে, ‘সাইবার প্রতারকদের মুখোশ উন্মোচন : ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভুয়া প্রোফাইল থেকে সাবধান! সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের এসব প্রোফাইলের বিষয়ে সতর্ক থাকুন! তাদের দেখে আসল মনে হতে পারে, কিন্তু তারা আর্কটিক মহাসাগরে সূর্যমুখী ফুলের চেয়েও বেশি নকল।’
এমন প্রোফাইল পেলে ব্যক্তিগত তথ্য না দেওয়ার আহ্বান জানিয়ে দূতাবাস অর্থ প্রদান সংক্রান্ত আলাপে না যাওয়ার কথা বলেছে। তারা ভুয়া প্রোফাইলকে সামাজিক যোগাযোগ প্লাটফর্মে রিপোর্ট করতে অনুরোধ করেছে।