তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে : ইসি সচিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। তবে, এখনও তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে, তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে বলে মনে করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, ‘আমার দৃষ্টিতে, আমি মনে করি, সম্পূর্ণরূপে তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের আওতায় যে সময়সীমা রয়েছে, তার ভেতরে নির্বাচন করতে বদ্ধ পরিকর ইসি।’
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ বুধবার (৮ নভেম্বর) তিনি এ কথা বলেন।
ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয় কমিশনই ভালো বলতে পারবেন।’ ভোটের পরিবেশ নিয়ে ইসি সচিবলায়ের ভাবনা কী, এই প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘তফসিল ঘোষণা করার মতো অবস্থান রয়েছে।’
‘নির্বাচনের কাউন্টডাউনের মধ্যেই দুটি উপনির্বাচন হলো। এরপর সারা দেশে ৩০০ আসনে ভোট হবে। এ দুটি আসনের ভোট করতে গিয়েই আপনারা শান্তিপূর্ণভাবে ভোট সুষ্ঠু করতে পারলেন না। বিতর্ক হলো। সিল মারার ভিডিও ভাইরাল হলো। তাহলে ৩০০ আসনের ভোট কী আপনারা সুষ্ঠুভাবে করতে পারবেন?’ সাংবাদিকের এই প্রশ্নে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে গতকাল আমি একটি বক্তব্য দিয়েছে, ওটাই আমার বক্তব্য।’
‘বর্তমান কমিশন ৩০০ আসনে ভোট সুষ্ঠু করতে পারবে তো’ এমন প্রশ্ন ইসি সচিব বলেন, ‘অবশ্যই’। তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে।’
জাহাংগীর আলম বলেন, ইতোমধ্যে কমিশন বারবার বলেছেন, নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল হতে পারে। সেই হিসেবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, ‘এ পযন্ত কমিশনকে মেইলের মাধ্যমে তিনটি (এনডিআই, ইইউ ও কমনওয়েলথ) প্রতিষ্ঠান কনফার্ম করে গেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, যেটা প্রি এসেসমেন্ট করে গেছে, ইইউ আগেই বলেছে এবং অতি সম্প্রতি কমনওয়েলথের একটি টিম ইসির সাক্ষাতের সময় চেয়েছেন।’
‘বৃহস্পতিবার রাষ্ট্রপতি সাক্ষাৎ, শুক্রবার-শনিবার ডিসি-এসপির প্রশিক্ষণ। এর পর আগামী সপ্তাহে ১২-১৪ নভেম্বরের কোনো সময়ে কি তফসিল হতে পারে?’ জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে কমিশন যখন সিদ্ধান্ত নেবে তখন গণমাধ্যমে জানানো হবে। নির্বাচন কমিশনের যেসব প্রস্তুতিমূলক কাজ রয়েছে তার সব এগিয়ে রয়েছে। নির্বাচনি মামলামালও ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।