ভোলায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/09/bhola-photo-bnp.jpg)
ভোলায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ভোলা-বরিশাল হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদল ও ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি মহাজন পোল নামক স্থান থেকে শুরু হয়। বেশ কিছুদুর গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এতে যুবদলনেতা বেল্লাল হোসেন, রুবেল মিয়াজী, ইব্রাহীম দেওয়ান, শামীম ও রিয়াদ হাওলাদার নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।