ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে আগুন
ফরিদপুরে শহরের নতুন বাসস্ট্যান্ডে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাউদিয়া পরিবহণের বাসটিতে আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতের দিকে আগুন লাগে। এতে বাসটি পুড়ে গেলেও হতাহত কেউ হয়নি।
স্থানীয়রা জানান, নতুন বাসস্ট্যান্ডে মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন বাসটি রোববার রাতে পার্কিং করে রাখা হয়। সেই বাসটিতে ঘুমাচ্ছিলেন বাস চালকের সহযোগী (হেলপার)। আজ ভোরের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বুঝতে পেরে বাস থেকে নেমে জাতীয় জরুরি সেবায় ফোন দেন ওই চালকের সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, আমি সকালে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার সুভাষ বাড়ৈই বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’