ছাত্রদলনেতা আমান ফের রিমান্ডে
পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমান উল্লাহ আমানের ফের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি আমানকে সাত দিনের রিমান্ড শেষে হাজির করে ফের সাত দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ৭ নভেম্বর একই আদালত সাত দিন রিমান্ডের আদেশ দেন। সে রিমান্ড শেষ হলে আজ পুনরায় নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে কনেস্টেবল হত্যার অভিযোগে মামলা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা মামলা হয়েছে।
এ ছাড়া এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।