ঢাকার পাঁচ এলাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-পিকেটিং

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর পাঁচটি এলাকায় বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তার হাজারও নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের পাঁচটি স্থানে অবরোধ কর্মসূচি সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানগুলো হলো- শ্যামপুর পোস্তগোলা ব্রিজের নিচ থেকে শ্মশানঘাট, লালবাগ বাটা মসজিদ, কাঁটাবন থেকে শাহবাগ মোড়, ধানমণ্ডি ঝিগাতলা নতুন রাস্তা, সবুজবাগ-বাসাবো নাভানা টাওয়ার সামনে থেকে।
মিছিলগুলোতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।