হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালীতে সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। ছবি : এনটিভি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মিছিলে হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে বিক্ষোভ মিছিল বের করেন দলটির বিক্ষুব্ধ কর্মীরা। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসউদ।