কুমিল্লায় ধনেপাতা চাষে কৃষকের সাফল্য
কুমিল্লায় ধনেপাতা চাষে অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকরা লাভজনক ধনেপাতা চাষের মাধ্যমে ফিরে পাচ্ছে আর্থিক স্বচ্ছলতাও। জেলার বরুড়া উপজেলায় উৎপাদিত ধনেপাতা নিজস্ব চাহিদা মিটিয়ে নগরীর বিভিন্ন হাট বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গেছে, উপজেলার হরিপুর ও কালির বাজার এলাকার উর্বর পলি মাটিতে দ্রুত বেড়ে ওঠায় ধনেপাতা চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষক মো. কামাল হোসেন জানান, নিজের ২০ শতক জায়গায় তিনি ধনেপাতা চাষ করেছেন। এ ছাড়া প্রায় ৩৫ শতক জায়গায় করা একটি ধনেপাতার ক্ষেত অন্যের কাছ থেকে কিনেছেন ৪০ হাজার টাকায়। প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা করেও বিক্রি করেছেন তিনি।
বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ধনেপাতা চাষ একটি লাভজনক ও মানুষের নিত্যপ্রয়োজনীয় এবং চাহিদাপূর্ণ একটি উপাদান। এটির চাষাবাদে প্রাথমিক অবস্থায় অতিরিক্ত বৃষ্টি ও পানি থেকে রক্ষা করলেই হয়। বরুড়ার বিভিন্ন এলাকায় ধনেপাতা চাষে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।