হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের প্রায় অর্ধশত আহত হয়েছে। উপজেলার গুণই গ্রামে আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
স্থানীয়রা জানান, পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গুণই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) কালা মিয়া ও বর্তমান মেম্বার জমির আলীর মধ্যে। ওই জমিটি কালা মিয়ার দখলে ছিল। সেই জমি দখলে নিতে জমির আলীর লোকজন আজ দুপুরে সেখানে যায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জমির আলী ও নুরুল ইসলাম। সংঘর্ষের জন্য একে অপরকে দুষছেন তারা। দুজনেরই দাবি, প্রতিপক্ষের লোক আগে হামলা চালিয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’