আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি, ৪২৪ টইল দল র্যাবের
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পিআরও শরিফুল ইসলাম জানান, অবরোধের দ্বিতীয় দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বাকি ১৩৪ প্লাটুন বিজিবি অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৩২ টহলদলসহ সারা দেশে ৪২৪টি টইল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী পরিবহণকে র্যাব টহলের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজর রাখছে।