আত্মসাতের মামলায় কারাগারে ইসলামী ব্যাংক কর্মকর্তা ওয়াদুদ
গ্রাহকের সাত কোটি টাকা আত্মসাতের মামলায় ইসলামী ব্যাংকের বরখাস্তত কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলাটির রিমান্ড শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বরের দিন ধার্য করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার চৌধুরী আজ বুধবার (৬ ডিসেম্বর) এই আদেশ দেন।
এদিন আদালতে আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের সপক্ষে শুনানি করেন।
শুনানিতে বাদী পক্ষের আইনজীবীরা বলেন, আসামি ইসলামী ব্যাংকের মগবাজার শাখায় থাকাকালীন ফরেন এক্সচেঞ্জ বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, যা অবৈধ। এই টাকা আর কোথায় বিনিয়োগ হয়েছে বা বাকি টাকার উৎস কোথায় ও এ ঘটনায় কারা কারা জড়িত এই মর্মে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’
এরপরে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, ‘দণ্ডবিধির ৪০৯ ধারা দুদক সিডিউল ভুক্ত। আপনি কীভাবে এই মামলার তদন্ত করছেন। এরপরে বিচারক রিমান্ডের আদেশের জন্য রাখেন।’
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাইফুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড শুনানি হয়েছিল। কিন্তু, দণ্ডবিধির ৪০৯ ধারা দুদক সিডিউল ভুক্ত। তাই তদন্ত কর্মকর্তাকে দুদককে স্যাংশন করে আসতে বলেছে এবং আগামী ১১ ডিসেম্বর পুনরায় রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে গ্রাহকের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় আসামিকে বরখাস্ত করা হয়েছে জানিয়ে জিআরও বলেন, ‘গতকাল রাতে আব্দুল ওয়াদুদকে তার মাতুয়াইলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে ইসলামী ব্যাংকের মগবাজার শাখার ম্যানেজার ও এসভিপি মিজানুর রহমান বাদী হয়ে ওয়াদুদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন।