অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা একাদশ দফার ৩৬ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নির্দেশনায় রাজধানীর কাওরান বাজার মোড় থেকে ফার্মগেট অভিমুখে এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আক্তার হোসেন, মিজানুর রহমান শরিফ, মাহাবুব আলম মাহবুব, সাধারণ সহসম্পাদক আজিজুল হক জিয়ন, সরকার জসিম উদ্দিন সম্রাট, সহসম্পাদক শাহ পরাণ খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মানিক মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সোহাগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজিব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দিক সায়মন, মাস্টার দ্য সূর্য সেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সৈয়দা সুমাইয়া, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা মিতু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সহসম্পাদক আরমানুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের শাহাবুদ্দিন শিহাব, এমরান, আব্দুল মোহাইমিনুল জিহাদ, মহিনউদ্দিন, আল-আমিন নাঈম, তানভির হাসান নাদিম, তেঁজগাও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন অভি, হাতিরঝিল থানা ৩৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবদুল কাহহার মাহীর, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক সৌরভ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আরমগীর হোসাইন খান, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সহসম্পাদক মো. সোহেল তানভীরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।