শোরুমে মোবাইলফোন চুরি করতে গিয়ে আটক ২
বরিশাল নগরীর একটি মোবাইলফোনের শোরুমে চুরি করতে ঢোকার পর আটকা পড়েছে দুই চোর। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ গিয়ে তাদের আটক করে। আজ বুধবার সকাল ৮টায় নগরীর বগুড়া রোডে ফোন ফর ইউ মোবাইল গ্যালারি শোরুমে এই ঘটনা ঘটে।
শোরুমের স্বত্বাধিকারী জিয়া জানান, সাতজনের একটি চোরচক্র তার দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় এক পথচারী বিষয়টি তাকে জানায় এবং পুলিশকে খবর দেয়। কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে শোরুমের ভেতরে আটকে থাকা চোর চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। তবে শোরুম থেকে কোনো মোবাইল তারা বের করতে পারেনি। এর আগেই ধরা পড়ে যায় তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফজলুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ফারুক ও রাজু নামে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করি। তাদের বাড়ি কুমিল্লায় বলে জানায় তারা। শোরুমের বাইরে থাকা বাকি পাঁচজন পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। এরা একটি বড় সঙ্ঘবদ্ধ চক্রের সদস্য।’
ফজলুর রহমান জানান, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে দোকানের সম্মুখে চাদর দিয়ে আড়াল করে শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে তারা। দুজনের মধ্যে একজনার নামে দুটি মামলা রয়েছে যার একটি মামলা বরিশাল এয়ারপোর্ট থানা এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায়। বাকিদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।