নাশকতার আরও দুই মামলায় বিএনপির ১৮ নেতাকর্মীর কারাদণ্ড
রাজধানীর বনানী থানার মামলায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান, মো. শাহজাহান, খোকনসহ ১০ জন। এদের আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মহাখালী ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ ঘটনায় পুলিশ ওই দিনই বিএনপি নেতাকর্মীরদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ মে অভিযোগপত্র দাখিল করা হয়।
অপরদিকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ করে পুলিশের ওপর হামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে কাফরুল থানায় মামলা হয়। এ মামলায় আটজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. আতাউর রহমান ওরফে সুমন শেখ, মো. মোয়াজ্জেম হোসেন মতি, মো. হাবিবুর রহমান রাব্বি, মো. খায়রুল আজম রাশেদ, আবুল কালাম আজাদ ওরফে নাসির, মো. শফিকুল আলম নাঈম, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব, জিল্লুর রহমান ওরফে রূপক।