হাঁড়কাঁপানো শীতে এনটিভির কম্বল পেয়ে খুশি তারা
শুধু নিরপেক্ষ খবর বা মানসম্মত অনুষ্ঠান প্রচার করেই থেমে থাকে না এনটিভি। নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে বরাবরই মানুষের পাশে থাকে দেশের জনপ্রিয় এই চ্যানেলটি। এরই ধারবাহিকতায় এবারের শীতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
হিমালয় থেকে অপেক্ষাকৃত কাছের তিস্তা-ধরলার পাড়েই লালমনিরহাট জেলায় প্রতিবছরই বেশি অনুভূত হয় শীত। এবারও এ মৌসুমের শুরুতেই অনেকটা বিপর্যস্ত হতে শুরু করেছে সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নআয়ের ও বয়স্করা পড়েছেন চরম বেকায়দায়। তাদের কথা চিন্তা করে ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের মতো এবারও এগিয়ে এসেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। দেশের অন্যান্য স্থানের মতো লালমনিরহাটের দরিদ্রদের মাঝেও বিতরণ করা হয়েছে কম্বল। কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) অসহায়দের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়েছে।
নিরপেক্ষ খবর ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় এনটিভিকে ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা।
শীতসহ নানা দুর্যোগে অসহায় মানুষের খবর প্রচারসহ সবসময়ই তাদের পাশে দাঁড়িয়ে এনটিভি দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মনে করেন এসব মানুষ।
দেখুন ভিডিও প্রতিবেদনে