গোয়ালঘরে অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের দুটি গরুর মৃত্য
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর মস্তফাপুর গ্রামে দরিদ্র কৃষক আসাদুল মাতুব্বরের গোয়ালঘরে আগুন লেগে দুটি গাভিন গরুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একটি বাছুর আগুনে দগ্ধ হয়েছে। আগুন নেভানোর আগেই গরুগুলো দগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনার আগেও পাশের গ্রামের মুছা মাতুব্বরের বাড়িতে গোয়ালঘরে আগুনে পুড়ে একটি গরু মারা যায় এবং দুটি ষাড় গরু দগ্ধ হয়। এ নিয়ে এলাকায় গরু খামারিদের মনে ভয়ের সঞ্চার হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল মাতুব্বরের স্ত্রী সাগরী বেগম জানান, রাত ২টার দিকে দুটি লোক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন আগুনের লেলিহান। এর মধ্যে গরুগুলো পুড়ে যায়।
সাগরী বেগম বলেন, কী কারণে আগুন লেগেছে; তা বুঝতে পারছি না। আগুনে তিন লাখ টাকা দামের দুটি গাভি মারা গেছে। এ সময় ৩০ হাজার টাকা দামের একটি বাছুর (ষাড়) দগ্ধ হয়েছে। বাছুরটাও বাঁচবে কি না জানি না। পাশাপাশি রান্নাঘরটাও পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
আসাদুল অন্যের জমিতে চাষাবাদ করেন। দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করে আসছেন তাঁরা। অগ্নিকাণ্ডে নিঃস্ব হলেন তিনি।
মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য সুহাদা আব্বাস জানান, আসাদুলের গরুগুলো পুড়ে মারা ও দগ্ধ হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। তার স্কুলপড়ুয়া দুটি সন্তান রয়েছে। এ অবস্থায় তাঁর সহযোগিতা প্রয়োজন।
রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম শাহীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সাহায্য করার কথা বলেন ভুক্তভোগীকে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদুল হাওলাদার বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে।