বিএনপির আরও ৯ নেতাকর্মীর কারাদণ্ড
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর খিলক্ষেত ও কোতোয়ালি থানার পৃথক দুই মামলায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায়ে বিচারক খিলক্ষেত থানার মামলায় ২৩ জনকে খালাস দিয়েছেন।
আক্তার হোসেন বাদে বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদ দেওয়ান, খিলক্ষেত থানা যুবদলের সভাপতি মোবারক হোসেন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেনু, নূরে আলম তুহিন, জাকির হোসেন লিটন, শাহাদাত হোসেন খান, শহিদুল ইসলাম ও জুয়েল মৃধা।
এরমধ্যে মধ্যে আক্তার হোসেন, ফরিদ দেওয়ান, মোবারক হোসেন, রেনু, তুহিন ও লিটনকে খিলক্ষেত থানার মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শাহাদাত, শহিদুল ও জুয়েলকে কোতোয়ালি থানার মামলায় তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে রাজধানী কোতোয়ালি থানা ও ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর খিলক্ষেত থানায় নাশকতার অভিযোগে মামলা দুটি করা হয়। এরপরে পুলিশ তদন্ত শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক রায় দিলেন।