দ্বিতীয় দিনে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি
বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল থেকে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সভা করছে তারা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা।
আজ সকালে ঢাকা আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দ্বিতীয় দিনের আদালত বর্জনের কার্যক্রম শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিএনপিপন্থি আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আদালত বর্জনের কর্মসূচি পালন করছি। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নেব না।
এর আগে, গত রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে বিএনপিপন্থি আইনজবীদের এক সভায় সারা দেশের আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করা হয়। পরে গতকাল সোমবার প্রথম দিনের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়।
গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।