নেত্রকোনায় ট্রাকচাপায় নারী নিহত
নেত্রকোনায় কয়লা বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাবেয়া আক্তার (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাবেয়া আক্তার পূর্বধলা উপজেলার ডেওটুকুন গ্রামের হাকিম মাস্টারের স্ত্রী। তিনি তাঁর ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পৌর শহরের সাতপাই এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথে সাতপাই রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেল ট্র্যাক পাড় হওয়ার সময় রেল ট্র্যাকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাবেয়া আক্তারের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।