নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে বোমাসদৃশ বস্তু
ঢাকা থেকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহণের একটি যাত্রীবাহী বাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাসের সুপারভাইজার মো. হাসান জানান, শুক্রবার রাত ৮টায় গাবতলী থেকে যাত্রী নিয়ে স্লিপার কোচ বাসটি ছেড়ে আসে। পরে সায়েদাবাদ থেকে আরও যাত্রী ওঠানোর পর হানিফ ফ্লাইওভারে এসে পুনরায় যাত্রী গণনার সময় দেখা যায় ডি-১ নম্বর সিটে যাত্রী নেই। ওই যাত্রীর মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেনি। একপর্যায়ে সিটের ওপর ওই যাত্রীর রেখে যাওয়া কালো একটি ব্যাগের চেইন খুলে দেখা যায়, ভেতরে কয়েকটি কাচের বোতল লাল স্কচটেপ দিয়ে পেঁচানো। সেগুলোতে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়া আছে। এতে আতঙ্ক দেখা দেয় বাসের যাত্রীদের মধ্যে। দ্রুত বাসটি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘বাসে এটি ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটা আসলেই বোমা কি না তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।’