নতুন মন্ত্রিসভায় বাদ পড়লেন ১২ প্রতিমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। আজ বুধবার (১০ জানুয়ারি) সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এর আগে-পরে মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে চলছিল আলোচনা। এরইমধ্যে ক্ষমতাসীন দলটির সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাতে জানা গেল, নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন ডাক পেয়েছেন। সে হিসেবে নতুন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়লেন একাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভার ১২ প্রতিমন্ত্রী।
বাদ পড়লেন যারা
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা মো. জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা ।