আদালতে হাজিরা দিলেন আফরোজা খান রিতাসহ বিএনপিনেতারা
পুলিশের করা নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাসহ অন্য নেতাকর্মীরা। আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তাঁরা আদালতে হাজিরা দিতে আসেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী এসে উপস্থিত হন আদালত প্রাঙ্গণে। বিএনপি ঘোষিত হরতাল-অবোরধের সময় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা করে।
চিফ জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে তাঁরা এই মামলায় জামিন নেন।
হাজিরা শেষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও নেতাকর্মীরা দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন আহম্মেদ কবিরসহ যুবদল, স্বেচ্ছোসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।