চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
মৃদু শৈত্যপ্রবাহের পর এবার চুয়াডাঙ্গায় চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
শৈত্যপ্রবাহের কারণে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিকে তাপমাত্রা কমে যাওয়া, অন্যদিকে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন থমকে গেছে। এতে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না।
হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারিভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্রসহ কম্বল বিতরণ করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত না।
জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, সরকারিভাবে এ পর্যন্ত ২৯ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবানদেরকে শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।