শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই অবৈধ ইটভাটা বন্ধ
শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পোড়ানোর দায়ে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে নগদ তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা দুটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সাথে পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে জেলার শ্রীবরদী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের পথে অবৈধভাবে নির্মিত ফাতেমা ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটা বন্ধ করে তার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সাথে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন নিভিয়ে দেয়। অপরদিকে শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ডও একই কারণে বন্ধ করে দেওয়া হয়। সাথে কয়লার বদলে কাঠ পোড়ানোর কারণে ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জানান, জেলা প্রশাসনের নির্দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে।