বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে টাকা চুরির অভিযোগ
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্ধুক ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লীমঙ্গল শাখারিয়া বাজারের পাশে একটি দুতলা বাড়ির নিচতলা ভাড়া নিয়ে প্রায় দুই বছর আগে এনআরিবিসি ব্যাংকের উপশাখাটির কার্যক্রম শুরু করেন রাসেল আহম্মেদ লিটন। বৃহস্পতিবার কর্মদিবস শেষে ব্যাংকে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা ছিল। পরবর্তীতে বাড়িওয়ালার মাধ্যমে ব্যাংকে চুরি হয়েছে বলে জানতে পারেন কর্মকর্তারা। সকালে ঘটনাস্থলে এসে তারা চুরির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, এনআরবিসি ব্যাংকের এই উপশাখার কর্মকর্তার দেওয়া তথ্যমতে, তাদের কোনো নিরাপত্তারক্ষী ছিল না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।